Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রæয়ারি) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমুখ। মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়া অফিসের কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়ামোদি দর্শক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version