প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া এবং অভিযোজন ও প্রশমন বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বাধীন জলবায়ূ কর্মপ্রক্রিয়া এবং অভিযোজন ও প্রশমন বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে। প্রশিক্ষণের প্রত্যাশা, প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রি-টেষ্ট, পোষ্ট টেস্ট, জলবায়ূ পরিবর্তন কি, জলাবায়ূ পরিবর্তনের কারণ, যুব ও নারীদের উপর জলবায়ূর পরিবর্তনের প্রভাব, জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও ক্ষতিকর দিকসমুহ,প্রেক্ষাপট বিশ্লেষণ, বাংলাদেশের জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগসমূহ চিহ্নিতকরণ। জলবায়ূর সুবিচার কি , জলবায়ূ সুবিচার এর লক্ষ্য কি, জলবায়ূ সুবিচার এর মূলনীতি। নবায়ণযোগ্য শক্তিতে উত্তরণ কি, নবায়ণযোগ্য শক্তিতে উত্তরণের উপায়, নবায়ণযোগ্য শক্তিতে উত্তরণে তরূনদের ভুমিকা, জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ূ পরিকল্পনা, উদ্দেশ্যযুক্ত জাতীয় প্রেক্ষিতে নির্ধারিত অবদান। জলবায়ূ কর্মপ্রক্রিয়া কি, জলবায়ূ কর্মপ্রক্রিয়া কেন প্রয়োজন, জলবায়ূ কর্মপ্রক্রিয়ায় যুব অংশগ্রহন, বর্তমানে যুব নেতৃত্বাধীন উদ্যোগসমুহ, যুব নেতৃত্বাধিীন বিভিন্ন টুলস ও টেকনিকস সহ বিষয়ের উপর বিভিন্ন সেশন ছিল। ২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন তরূণ-তরূণী জলবায়ূ কর্মপ্রক্রিয়া এবং অভিযোজন ও প্রশমন বিষয় সম্পর্কে জ্ঞান সংগ্রহ করবে সচেতন হবে এবং ৩/৪ টি কর্ম পরিকল্পনা তৈরী করবে পরবতীতে সেগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মো: সাকিব হাসান, সিফাত হোসেন ও ঐশি সরদার, সহযোগী প্রশিক্ষণ হিসেবে দায়িত্বে ছিলেন মাসুদ রানা। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর সিদরাতুল মুনাতাহা, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
যুব নেতৃত্বে জলবায়ূ কর্মপ্রক্রিয়া এবং অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/