ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং ১১৫৫) নিজস্ব কার্যালয়ে দুপুর ২টায় কাস্টম হাউস বাস্তবায়ন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোমরা কাস্টম হাউস বাস্তবায়ন কমিটির সদস্য দীপঙ্কর ঘোষ, আমির হামজা, ফিরোজ হোসেন, দেলোয়ার হোসেন, অমিত কুমার ঘোষ, হামিদুজ্জামান বাদশা, মিজানুর রহমান, আনারুল ইসলাম, আসাদুল ইসলাম, হারুন অর রশিদ, নজরুল ইসলাম, আব্দুল সাত্তার জুয়েল প্রমুখ। যৌথ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ মার্চ শনিবার দুপুর ২টায় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির (রেজিস্ট্রেশন নং ৮৬) নিজস্ব কার্যালয়ে পরবর্তী যৌথ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী ২২ এপ্রিল সোমবার সকাল ১০টায় মৌন মিছিল, ২৪ এপ্রিল বুধবার সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন, ২৯ এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান।
ভোমরায় কাস্টমস হাউস বাস্তবায়ন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/