Site icon suprovatsatkhira.com

প্রয়াত ফুটবলার রাজিয়ার সদ্যপ্রসূত সন্তানের ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা প্রদান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা ১৩ মার্চ রাত দশটায় একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজিয়া সুলতানা নেই এই মৃত্যুর সংবাদে পরিবার ও সাতক্ষীরারসহ কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রাজিয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১২ নম্বর মৌতলা বুধবার রাত ১০ একটি পুত্র সন্তান প্রসব করেন। রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোক করেন। হসপিটালে নেয়ার পথে ভোর চারটায় তার মৃত্যু হয়। রেখে যায় জন্ম নেওয়া ফুটফুটে একটি পুত্র সন্তান। শিশু সন্তানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি, দেশবরেণ্য জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন শিশুটি ভবিষ্যতের জন্য ১৫ মার্চ শুক্রবার সকালে
নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন একই সাথে ভবিষ্যতে শিশুর লেখাপড়া সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শেখ বশির আহমেদ মামুন প্রদত্ত অর্থ সহায়তা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের কাছে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারী ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমূখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version