দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে গত (৩ মার্চ সোমাবার থেকে ৬ মার্চ বুধবার) ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সখিপুর ইউনিয়নের পাঁচপোতা ও ঈদগাহ কমিউনিটি ক্লিনিকের ২০ জন সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নাজিম উদ্দীন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ইউপি সচিব গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায়, অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয় কুমার ঘোষ, কমিউনিটি প্রমোটর সুরমা আক্তার, তানিয়া ইসলাম।
প্রশিক্ষণে সিভিএ গ্রুপের সদস্যদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। মনিটরিং স্ট্যান্ডার্ড, স্বেচ্ছায় কাজ সম্পর্কে আলোচনা করা হয়।
দেবহাটায় সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/