Site icon suprovatsatkhira.com

তালায় ই-কমার্সের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন- প্রকল্পের অধিন, তালায় আত্মনির্ভরশীল দলের সাথে ই-কমার্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় বুধবার (১৩ মার্চ) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিত’র কর্মসূচী প্রধান (রাইট্স এন্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স) বিকাশ কুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম।
দলিত’র টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোসা. আনজুমান আরা’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক, বি.এম. জুলফিকার রায়হান, দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস ও হাব অপারেটর দেবব্রত দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় দলিত’র উপকারভোগী ৩৫জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় ই-কমার্সের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরনসহ ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক, নেতিবাচক দিকসমূহ তুলে ধরা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version