কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত রায়হান হোসেন (১৮) নামে একজন শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। বুধবার দুপুরে তার পক্ষে ওই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের দিনমজুর রবিউল ইসলাম শেখের বড় ছেলে রায়হান হোসেনের দু’পায়ের আঙ্গুলে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর্থিক সমস্যার কারণে দিনমজুর বাবা চিকিৎসা করাতে পারছে না। খবর পেয়ে প্রবাসী আবু সাঈদ ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে ওই পরিবারের নিকট আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
কেশবপুরে গ্যাংগ্রিন আক্রান্ত যুবকের পাশে প্রবাসী আবু সাঈদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/