শুকুর মাহমুদঃ সাতক্ষীরা পৌরসভার ঐতিহ্যবাহী কুখরালী ফুটবল মাঠে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ২১ ও ২২ ফাল্গুন ইংরেজি ৫ ও ৬ মার্চ মঙ্গল এবং বুধবার দুই দিনব্যাপী ২৫ তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কুখরালি জামে মসজিদ আয়োজিত এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মসজিদের প্রধান উপদেষ্টা কাজী ফজলুল হকের সভাপতিত্বে মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে মানবজাতির সৃষ্টি, বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর অবস্থান, আমাদের করণীয় ও বর্তমান বাস্তবতার নিরিখে মুক্তির উপায় হিসেবে কুরআনের আইন একমাত্র আইন এবং বিশ্ব নবী (সাঃ) এর আদর্শ উত্তম আদর্শ এই বিষয়বস্তুর বিশদ ব্যাখ্যা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন। সদস্য মুফাসসির পরিষদ খুলনা ও কোরআন রিসার্চ সেন্টার, ঢাকা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সুমিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা কুখরালী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ শাকিল হোসেন জিহাদী, দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাকলিসুল মুফাসসিরিন মাওলানা হাবিবুল্লাহ বিলালী, ঢাকা। দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসাবে পবিত্র কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন চ্যানেল ২৪ এর ধর্মীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা আসাদুজ্জামান জিহাদী, নাটোর। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন সদস্য জাতীয় মুফাসসির পরিষদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আমিনুর রহমান, ঢাকা।
মসজিদ কর্তৃপক্ষের সুনিপুণ ব্যবস্থাপনা এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মাহফিল ময়দানের মনোরম পরিবেশের কারণে উক্ত মাহফিলে পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে থাকে। মাহফিলের শেষ দিনে ইসরাইল রাষ্ট্র কর্তৃক নিরীহ ফিলিস্তিন জনগোষ্ঠীর উপর নির্মম হত্যাযজ্ঞ, সিরিয়া ইরাক, আফগানিস্তানড় মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমান জনগণের সুখ শান্তি, নিরাপদ জীবন যাপন এবং কুখরালী সহ অত্র অঞ্চলের সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ আবু তালেব।
কুখরালী ফুটবল মাঠে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/