মার্চ ৮, ২০২৪
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী দিবস পালন
প্রেস বিজ্ঞপ্তি : আন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা এ লক্ষ্যে ” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে বুধহাটা ইউনিয়ন পারিষদ হলরুমে ০৮ মাচ শুক্রবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গ্লোবাল, এ্যাফেয়ার্স, কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিনিধি অর্পনা রানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক, বুধহাটা ইউনিয়ন পরিষদের ০৪, ০৫, ০৬, নং ওয়াডের ইউনিয়ন পরিষদ সদস্য এর প্রতিনিধি মো: মাহবুব, কুল্যা ইউনিয়ন পরিষদ সদস্য বিউটি কবির। আরও উপস্থিত ছিলেন বেকার পূনরবাসন সংস্থার নিবাহী পরিচালক সালমা খাতুন । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে ও জেলা তথ্য অফিস প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, উক্ত প্রোগ্রামে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি সদস্যরা বলেন যে, সব ধরনের অধিকার ও সুযোগ যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করতে হবে, উপস্থিত আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি সদস্যরা আরও বলেন যে, এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের অধিকার ও আইন সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতন কওে গড়ে তুলতে হবে। উপস্থিত আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি সদস্যরা বলেন যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে বিভিন্ন সামাজিক অধিকার প্রতিষ্ঠার কাজের যোগ সুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায় ও শিউলি সরকার প্রমুখ। 8,546,406 total views, 13,738 views today |
|
|
|