Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা বাস্তবায়ন

প্রেস বিজ্ঞপ্তি : উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ৬ মার্চ বুধবার বিকালে আশাশুনি উপজেলার গাছতলা মন্ডল পাড়া এলাকায় জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা বাস্তবায়িত হয়। অনুূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রেহেনা পারভীন, বেকার পূর্ণবাসন সংস্থার নির্বাহী পরিচালক, সালমা খাতুন, জাগো যুব ফাউন্ডেশন, সাতক্ষীরার নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রিফাত রহমান রাখী ও মোঃ মোহিদ হোসেন, ইউপি সদস্য মরিয়ম খাতুনসহ আরো অনেকে। আড়াই শতাধিক নারীর অংশগ্রহণে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version