মার্চ ১৩, ২০২৪
সেঁজুতি এমপি প্রয়াত আ.লীগ নেতাদের কবর জিয়ারত করলেন
নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি প্রয়াত মাষ্টার মো.আব্দুল গফফার, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক,সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের কবর জিয়ারত করলেন। বুধবার(১৩ মার্চ) সকালে সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগানী গ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সেঁজুতি এমপি তাদের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. সোহেল উদ্দীনের একমাত্র ছেলে পাটকেলঘাটা পল্লি বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান,ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এমাদুল মোল্লা,১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান রেজা টুটুল,২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রউফ মল্লিক,৪নং আনিসুর রহমান,ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজী সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন নুর ইসলাম। পরে তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মাষ্টার মো.আব্দুল গফফার,ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদার’র পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেই। 8,225,687 total views, 5,679 views today |
|
|
|