নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক চত্বর হতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, সাতক্ষীরা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর ইসলাম, জেলা পরিষদ সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহনেওয়াজ তানভীর ও পলাশ আহমেদ, কৃষি ও বিপনীন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক গোলাম সরোয়ার, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান, সাতক্ষীরা পানি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সমিত ঘোষ। এসময় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে সকলে এক সঙ্গে কাজ করতে হবে। আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। ভেজাল খাদ্য খেয়ে ভবিষ্যত প্রজন্ম ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে আমাদের মাথায় রেখে ব্যবসা করতে হবে। অনুষ্ঠানে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার উপর জোর দেন বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্যাবের সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী।
সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/