Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১২৭৫/৯৮ খুলনা) ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীরা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
শুক্রবার (১৫ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরে উপস্থিত হয়ে এই পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
সাতক্ষীরার সাবেক প্রখ্যাত শ্রমিক নেতা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এবং জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবুর নেতৃত্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গনি, জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি মো. বকুল মোড়ল, কার্যকরী সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মুজিদ, মো. আদম আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু, যুগ্ম-সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আলী জুয়েল, মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ তাহেজুল হাসান বাবুল, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুর ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন সেজি, সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম, সহ-সড়ক সম্পাদক মো. সাজু গাজী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নুর আলী গাইন নুরু, কার্যকরী সদস্য মো. মহিদুল ইসলাম, মো. হজরত আলী, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. ইব্রাহিম হোসেন এবং মো. ইয়াছিন আলীসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯মার্চ সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংক লরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২৫টি পদের মধ্যে ১৯টি পদে বকুল-বারী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version