দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাইট টু গ্রো প্রজেক্ট, ব্র্যাক ও এর সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সমবেত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকারের সভাপতিত্বে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, সাস সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শক আজমিরা খাতুন, টাউনশ্রীপুর নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া খাতুন, উপজেলা মহিলা শ্রমিকলীগের নেত্রী সালমা খাতুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে ৫জন নারীকে নগদ অর্থ ও একজন ছাত্রী সাইকেল প্রদান করা হয়।
দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/