মার্চ ১৫, ২০২৪
দেবহাটার বাল্যবিবাহ রোধে প্রচার অভিযান উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার ৫টি ইউনিয়নে সপ্তাহব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গেøাবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা শুরু হয়। এসময় উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা রফিকুল ইসলাম, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন এছাড়া স্ব স্ব ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন উপস্থিত ছিলেন। 8,223,339 total views, 3,331 views today |
|
|
|