Site icon suprovatsatkhira.com

তালায় ভূমিজ ফাউন্ডেশনের সজল প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের “সমতার জন্য লড়ি” প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় প্রকল্পটির অবহিতকরন সভা বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, কৃষি অফিসার হাজিরা খাতুন, মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সমাজসেবা অফিসার সুমনা শারমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে তালা নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ভুমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, মহাদেব দাস, শ্যামল দেবনাথ, স্বেচ্ছাসেবক তারেক সরকার, বিলকিস আক্তার, অন্ত্যজ পরিষদের নেতা ইমদাদুল হক, আতিকা বেগম, সোমা সরকার ও স্বরস্বতী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর আর্থ-সমাজিক উন্নয়ন, বর্ণ বৈষম্য প্রতিরোধ, মৌলিক অধিকারসমূহ এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্পটি গ্রহন করা হয়েছে। ৩২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ২ বছর মেয়াদী প্রকল্পটি তালা উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৩শ দলিত জনগোষ্ঠী জীবন-মান উন্নয়নে উপকৃত হবে।
উক্ত সভায়, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং অন্ত্যজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version