Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত।৭ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় ঝাউডাঙ্গা বেতনা নদী পাড়ে জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুস সালাম, কোস্টাল ডেভেলপমেন্ট সংস্থার সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান কাজির হাট কলেজের প্রভাষক ভোলা নাথ মন্ডল মৃত্তিকা সংস্থার সদর ইয়ুথ লেডার ইসমাইল হোসেন,রাজু ঘোষ,বাবলু রহমান, আরিফ হোসেন, শেখ শাখফাত অভি,আল-আমিন, চৈতন্ন সরকার প্রমুখ। বক্তব্য বলেন টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তন। তবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সমৃদ্ধি, নিরাপত্তা এবং সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ রয়েছে।এ ছাড়া মৃত্তিকা ইয়ুথ দলের সদস্য উপস্থিত ছিলেন। ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার ইসমাইল হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version