মার্চ ৮, ২০২৪
জয়নগর গাজীবাড়ি জামে মসজিদের ভবনের শুভ উদ্বোধন
এস, এম, মোস্তফা কামালঃ শ্যামনগরের ঐতিহ্যবাহী জয়নগর গাজী বাড়ী দৃষ্টিনন্দন জামে মসজিদের পূনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) মসজিদের উদ্বোধন ফলক উন্মোচন করা হয়। বিগত একশ বছর পূর্বে ইংরেজি ১৮২৩ সালে স্থানীয় মুসুল্লিদের নেতৃত্বে মাটির তৈরি মসজিদটি প্রতিষ্টা হয়। বর্তমানে ২০২৪ সালে দৃষ্টিনন্দন এই মসজিদ টি পূনঃনির্মিত করে নতুন নামকরন করা হয় জয়নগর গাজীবাড়ি আল্লামাহ মুহাম্মাদ নিয়াজ মাখদুম খুতানি (রহ) জামে মসজিদ। উদ্বোধনের পর মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। এসময় জুমার নামাজের ইমামতি করেন ড. আব্দুস সালাম আযাদী (লন্ডন)। মসজিদের সভাপতি আলহাজ্ব আলী আফসার এর সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওঃ শাইফুল্লাহ স্বাগত বক্তব্যের মাধ্যমে মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের পূর্বে কুরআন তেলাওয়াত করেন- মাওঃ আশরাফ হুসাইন (সুপার, ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমী দাখিল মাদরাসা), এসময় নামাজের পূর্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ড. আব্দুস সালাম আযাদী (পরিচালক কিউএনএস একাডেমী লন্ডন), ড. খলিলুর রহমান মাদানী (ভাইস প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা), ড. মারুফ বিল্লাহ (মালয়েশিয়া), সালাউদ্দীন (মালয়েশিয়া) প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, জয়নগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ,ইউ,এম গোলাম বারী, জয়নগর মাদ্রাসার সভাপতি ড. আব্দুল মান্নান সহ এলাকার শতাধিক মুসুল্লি উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সামাদ (ইংরেজি প্রভাষক তামিল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা)।নামাজ শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ নেছার উদ্দীন । 8,561,291 total views, 11,897 views today |
|
|
|