Site icon suprovatsatkhira.com

দেবহাটায় এসএসসি ও সমমানে প্রথম দিনে ২০ শিক্ষার্থী অনুপস্থিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সারাদেশের ন্যায় এক যোগে দেবহাটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেবহাটার ২টি এসএসসি, একটি মাদ্রাসা ও একটি কারিগরি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দেবহাটা উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, এবছর প্রথম দিনে দেবহাটা সরকারি পাইলাট হাইস্কুল কেন্দ্র ও দেবহাটা ভেনু কেন্দ্রে ৩৯২ জনের মধ্যে ৩৯১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পারুলিয়া ভেনু কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৫৬৫ অংশ গ্রহন করে। যার মধ্যে ০২ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। অপরদিকে, সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনে ২১৮ জনের মধ্যে ২০৩ জন অংশ নেন। মাদ্রসা শিক্ষা বোর্ডেও আওতায় ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। এছাড়া হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষার ৫৩ জনের মধ্যে ৫১ জন অংশ নেন। এই কেন্দ্রে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনের পরীক্ষায়। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সব নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমদিনে ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, প্রথম দিনে নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতে নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version