Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা গোবিন্দকাটি জলবায়ু পরিবর্তনের যুবকদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৪ নং গোবিন্দ কাটি শেখ পাড়ায় যুবকদের নিয়ে জলবায়ু পরিবর্তনের সংলাপ অনুষ্ঠিত। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় গোবিন্দ কাটি শেখ পাড়ায় ১৮-৩৫ বছর বয়সী ২০ জন যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম,প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন, ইয়ুথ লেডার ইসমাইল হোসেন, আরিফ হোসেন প্রমুখ,।
বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখী ক্ষতির সম্মুখীন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি সবচেয়ে বেশি ভুক্তভোগী। জলবায়ু পরিবর্তনের কারণে একেক অঞ্চলের জনগোষ্ঠী একেক ধরনের ঝুঁকির সম্মুখীন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে যুব জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ ঠিকভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধুমাত্র বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি, অসময়ে বৃষ্টি, অতিবৃদ্ধি, অনাবৃষ্টি, খরা, হঠাৎ বন্যা, সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়া, নদীভাঙনের প্রকোপ বৃদ্ধি ইত্যাদির ধারাবাহিক প্রভাব ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ওপর প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব ফেলছে। এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব চূড়ান্তভাবে মানবাধিকারের লঙ্ঘন।জলাবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত মানুষের জীবন ও সম্পদহানি ঘটছে। একই সঙ্গে তার খাদ্য নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি সব বিষয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।এ ছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন,ও যুবকদের মধ্যে ইসমাইল হোসেন,আরিফ হোসেন প্রমুখ।কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নে শিশু স্বাস্থ্য সুরক্ষাও শিশু অধিকার,কাজ করছে।সংস্থাটি শ্যামনগর উপজেলায় দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক যুব ও নারীর ক্ষমতায়নে মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার ইসমাইল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version