ফেব্রুয়ারি ২০, ২০২৪
দেবহাটার ঘোনাপাড়া মহিলা মাদ্রাসার সব দাখিল পরীক্ষার্থীই ভূয়া! সুপারের ভুলে পরীক্ষায় অংশ নিতে না পারা ৫ ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়
মাজহারুল ইসলাম : জেল, জরিমানা কোন কিছুই থামাতে পারছে না দেবহাটার নাংলা ঘোনাপাড়া রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারকে। অভিযোগ আছে, শিক্ষার্থী নয় এমন এবং একই ছাত্রীদের দিয়ে বার বার পরীক্ষা দিয়ে এমন জালিয়াতি করে এমপিও ছাড়সহ বোর্ড পরীক্ষা সম্পন্ন করেন প্রতিষ্ঠানের সুপার বাশার। এবারের দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সাজিয়ে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব কাজে একাধিক বার জেল ও জরিমানা দিয়েও থামেনি তার অপকর্ম। 8,223,291 total views, 3,283 views today |
|
|
|