ফেব্রুয়ারি ২৬, ২০২৪
দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সার্পোট গ্রুপের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অথায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিসেবা সংযোগের জন্য আশাশুনির কচুয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আঙ্গুর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন পরিষদের ০২, ০৬, ০৫ নং ওয়াডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুল কাদের সানা, ইউনিয়ন পরিষদ সদস্য উত্তম কুমার দাস, ইউনিয়ন পরিষদ সদস্য মো: বসির আহম্মেদ ও ৪, ৫, ৬ নং ওয়াডের মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য মোছা: বিউটি কবির ও অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, উক্ত সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে, উক্ত প্রোগ্রামে উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন যে, কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন যে, এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন। উপস্থিত কমিউনিটি সদস্যরা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগ সুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের এফ.ও অজয় রায় ও শিউলি সরকার প্রমুখ। 8,413,034 total views, 1,187 views today |
|
|
|