নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা পূর্বপাড়ায় ক্রয়কৃত জমির জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতীকার চেয়ে ভুক্তভোগী ভোমরা পূর্বপাড়ার মৃত কার্তিক বিশ^াসের ছেলে কিনু বিশ^াস সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সদও উপজেলার ভোমরা মৌজায় খতিয়ান নং- ডিএস ৫২২, এসএ ৬৮৭, বিআরএস ১৫৮ চূড়ান্ত, হোল্ডিং নং- ১৫৮, দাগ নং- এসএ ২০০২ দাগের বিআরএস ৩৩৯৫ দাগে ডাঙ্গা ১.৬০ শতক ভুক্তভোগী কিনু বিশ্বাস ক্রয়সূত্রে দীর্ঘদিন ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি ওই এলাকার মোঃ আব্দুল মজিদ গাজীর ছেলে মোঃ আব্দুল মোতালেব হোসেন পলাশ অবৈধভাবে গায়ের জোর খাটিয়ে উক্ত জমি জবরদখলের পাঁয়তারা করে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে কিনু বিশ^াস তার জমিতে নির্মাণ কাজ করার জন্য টিউবওয়েল বসানোর কাজ চলাকালীন মোঃ আব্দুল মোতালেব হোসেন পলাশ ও তার নেতৃত্বে ৪ থেকে ৫জন ব্যক্তি সেখানে গিয়ে হুমকি-ধামকি দিয়ে টিউবওয়েল মিস্ত্রিদেও কাজ বন্ধ করে দেয়। তাদেও নিষেধাজ্ঞা না শোনায় মিস্ত্রিদের কাজের যত্রাংশ ভাংচুর করে। অভিযোগে কিনু বিশ^াস আরো উল্লেখ করেছেন, এ সময় তিনি সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেওয়ায় মোঃ আব্দুল মোতালেব হোসেন পলাশ ও তার বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করল কিনু বিশ^াস প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় তিনি শঙ্কিত হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভোমরায় জমি জবরদখল চেষ্টার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/