Site icon suprovatsatkhira.com

তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা

আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা সদর ইউনিয়নের ৭ নং (শিবপুর-শাহাপুর-মাঝিয়াড়া-খড়েরডাংগা-কিসমতঘোনা) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভায় হাজারো জনতার ঢল নেমে গণ জোয়ারে রুপ নিয়েছে।
গতকাল বিকাল ৪ টায় তালার সদরের মাঝিয়াড়া বাজার চত্বরে ওয়ার্ড জাপার সভাপতি আনছার আলী সরদারে সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
তালা উপজেলা সৈনিক পার্টির সভাপতি ও অবঃ সেনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁ,র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সিনিঃযুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও অবঃ সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল, তালা উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ এস.এম আমিরুল ইসলাম আলম, জাতীয় সেচ্ছাসেবক পার্টি তালা উপজেলা শাখার সভাপতি এ্যাড.কবির আহমেদ, খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোল্লা নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মোড়ল,সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাক্তার বাবু রনজিৎ চৌধুরী,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকা, তালা উপজেলা জাপার এনজিও বিষয়ক সম্পাদক ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপা, জাপা নেতা শ্রী অশোক পাল,তালা উপজেলা জাপার যুগ্ম-প্রচার ও দপ্তর সম্পাদক মো: লতিফ মোড়ল,সাবেক ইউপি সদস্য মো: সিদ্দিকুর রহমান শেখ, ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন,মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ হামিদ শেখ, ৬ নং ওয়ার্ড জাপা নেতা মাহবুবুর রহমান শেখ,তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, ৭ নং ওয়ার্ড যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ মহাসিন শেখ যুব সংহতি নেতা মোঃ মতিয়ার রহমান সরদার,মোঃ মনিরুল ইসলাম মনি,৬ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির সি.সহ সভাপতি মোঃ বাপ্পী শেখ, কাজী রাজু, জালালপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ শফিউর রহমান সরদার,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, ৭ নং ওয়ার্ড ছাত্র সমাজের সভাপতি মো: মনিরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম রবি,মোঃ সৌরভ খাঁ,মোঃ স্বাক্ষর খাঁ, ৭ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ ময়েন উদ্দীন সরদার,সাধারণ সম্পাদক মোঃ শামীম সরদার,মহিলা পার্টির নেতা শ্রী নমিতা রানী পাল প্রমুখ।
তালা সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে প্রথম নির্বাচনী সভায় স্থানীয় জনসাধারণের দোয়া নিয়ে বাকি ৮ টি ওয়ার্ডে সভার কাযক্রম শুরু করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ মোনাজাত করেন আধ্যাতিœক সাধক এজাহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও খতিব মাওলানা মুহাঃ আলিম।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন, কিছু নামধারী আওয়ামীলীগ নেতা পুলিশ প্রশাসনকে প্রভাবিত করে সাধারণ মানুষের হয়রানী করছেন। এমনকি শাহপুর-ভায়ড়া অঞ্চলের কিছু চাঁদাবাজ সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে জামাত-শিবির-বিএনপির কর্মী বানিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছেন। এর ফলে গোটা এলাকা পুরুষ শুণ্য হয়ে পড়েছে। আমরা জাতীয় পার্টি পক্ষ থেকে পুলিশ সুপার সাতক্ষীরা ও তালা থানার ওসির কঠোর হস্তক্ষেপ কামনা করাসহ আগামীতে ওই সকল চাঁদবাজদের বিরুদ্ধে প্রয়োজন হলে মানববন্ধনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, উন্নয়ন,সুশাসন ও মানুষের অধিকার ফিরে পেতে আগত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী সৈয়দ দিদার বখত্ ও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে দলমত নির্বেশেষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান। (প্রেস রিলিজ)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version