Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি’। ঘোষিত তালিকায় সাতক্ষীরার চারটি আসনে দলীয় প্রার্থীদের নামও রয়েছে। এতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। সাতক্ষীরা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুজ্জামান আশু। সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. আলিফ হোসেন। এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনয়ন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version