সেপ্টেম্বর ২৭, ২০২৩
সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়াং ওমেন ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের নারী উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাইস মোড়ে ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যালয়ে সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলার প্রতিষ্ঠিত নারী উদ্যেক্তাদের সাথে ব্রেকিং দ্য সাইলেন্স এর উল্লেখিত প্রকল্পধীন উদিয়মান উদ্যোক্তাদের আরো সমৃদ্ধশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে। আলোচনায় উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান, ব্যবসায়ী পণ্যের সার্বিক উন্নতিকল্পে আর্থিক, পলিসিগত, পরিবেশগত ও সামাজিক সকল ধরনের সহায়তা প্রদান এবং ভাল উদ্যোক্তা হওয়ার দিকসমূহ,উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি উপস্থাপিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রজেক্ট অফিসার ফাতেমা জোহরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা মহিলা সমিতির সহ সভাপতি সাহানা আক্তার বুলু, সাতক্ষীরা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, জেলা ভোক্তা অধিকার কমিটির প্রতিনিধি সাকিবুর রহমান এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ের সম্মানিত কর্মকর্তাগণ, নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ ও ম্যানেজার-প্রোগ্রাম মোঃ শরিফুল ইসলাম ও অন্যন্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ মেহেদী 8,556,863 total views, 7,469 views today |
|
|
|