আগস্ট ২, ২০২৩
কয়রায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের মোবাইল ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। উপজেলার ২৩ টি মাদ্রাসা ও ২ টি ভোকেশনাল বিদ্যালয়ের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সকল ট্যাব বিতরন করা হয়। গতকাল বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এসব ট্যাব বিতরনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল, কালনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহাবাজ হোসেন, পরিসংখ্যান অফিসের রাকিবুল ইসলাম প্রমুখ। 8,546,333 total views, 13,665 views today |
|
|
|