Site icon suprovatsatkhira.com

খাজরায় প্রাইমারি স্কুলের মাঠ ভরাটের দাবি

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ মাঠ গুলোতে বছরের ছয়-সাত মাস পানি জমে থাকে। আর পানি জমে থাকার কারণে ঐ সমস্ত বিদ্যালয়ের মাঠ গুলো বর্তমানে অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই মাঠে নিয়মিত শরীরচর্চাসহ খেলাধুলা করতে পারছে না। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।
বুধবার (২আগষ্ট) সকালে সরেজমিনে দেখা যায়, ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষার পানিতে থৈ থৈ করছে। শিক্ষার্থীরা বারান্দায় খেলাধুলা করছে। খোঁজ নিয়ে আরও জানা যায়,পশ্চিম খালিয়া সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থাকলেও নিচু অব্জল হওয়ায় বর্ষার মৌসুমেতে কাঁদাযুক্ত থাকায় শিক্ষার্থীরা নিয়মিত শরীরচর্চার অংশ হিসেবে খেলাধুলা করতে পারে না। ইতিমধ্যে জলাবদ্ধতা হয়ে গৎুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় হাটু পানি। কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠে পানি জমে থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। এতে তাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। তাই বিদ্যালয়ের খেলার মাঠ গুলো দ্রæত মাটি ভরাটসহ মাঠ উচুকরনের দাবি জানায় শিক্ষার্থীরা। রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠ নেই বললেও চলে। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একই চিত্র।
৫৮ নং খালিয়া সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, সরকারি বরাদ্দের জন্য আমরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বরাবর আবেদন করার পরিকল্পনা গ্রহন করেছি। বরাদ্দ পেলে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। আশপাশে নিচু হওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা শরীরচর্চা মূলক খেলাধুলা করতে পারছে না। খেলার মাঠ ভরাটের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের মাঠে পানি থাকায় আমরা অভিভাবক দুঃচিন্তায় থাকি। চারপাশে পানি থাকে কখন পানি কাঁদায় আমাদের সন্তানেররা পড়ে যায় সেই ভয়ও কম না। আমরা সকল অভিভাবকরা চাই সরকার ভাবে বরাদ্দ পেয়ে মাঠ গুলো দ্রæত ভরাট করা হোক।
এদিকে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় স্থানীয় যুবকরা বিকালে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে যুব সমাজ অনলাইনে গেম(জুয়া) এ আসক্তি হচ্ছে। যুব সমাজকে ধংশের হাত থেকে রক্ষা করতে এ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের মাঠগুলো আশু সংষ্কার প্রয়োজন বলে স্থানীয়রা দাবি করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version