Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বারসিকের সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে বারসিকের বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কৃষি অফিস হল রুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ও নেটজবাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. মো. তৌহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বারসিকের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারি মাসুম বিল্লাহ, আরো বক্তব্য রাখেন প্রতাপনগর সিএসও সম্পাদিকা মিনারা খাতুন, সদর ইউনিয়ন সিএসও সভাপতি লাভলী খাতুন, রীনা দাশ, খাজরা ইউনিয়ন সিএসও সভাপতি লাইলী আক্তার, সম্পাদিকা কবিতা দাশ, শ্রীউলা ইউনিয়ন সিএসও সভাপতি কুলসুম বেগম, হালিমা খাতুন, মৌমাছি এনজিও’র নির্বাহী পরিচালক সুশান্ত, আডিয়াল আশাশুনি ম্যানেজার সুব্রত গাইন, বারসিকের এডভোকেসি এ্যাসিসটেন্ট শিউলি রানী প্রমুখ। বারসিকের উপজেলা সমন্বয়কারি আসাদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারি মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, প্রকল্পটি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারকে জলবায়ু সহিষ্ণু ও বহুমূখী আয় বুদ্ধিমূলক কাজে যুক্ত করার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করা, কমিউনিটি ভিত্তিক সংগঠন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্ঞান ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষতা বৃদ্ধি করা, কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহকে মৌলিক সেবাসমূহ, তথ্য ও সম্পদে প্রবেশাধিকার বৃদ্ধিতে কার্যকরী সহযোগিতা করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়ন কাজ করছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version