Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা পৌর কৃষকলীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি : ২৯ আগস্ট মঙ্গলবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকায় প্রকাশিত পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষরিত বিবৃতিটি সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ হয়েছে। কথিত ওই বিবৃতিতে ১৯ আগস্ট পৌর কৃষকলীগের অফিস ভাঙচুরের ঘটনায় পৌর কৃষক লীগের নেতৃবৃন্দের দোষারোপ করা হয়েছে যাহা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের ভাষ্য অনুযায়ী। অথচ অফিস ভাঙচুরের ঘটনাটি পৌর কৃষক লীগের সভাপতির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসন কর্তৃক তদন্তাধীন। তদন্তাধীন একটি বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির অতি উৎসাহী মনোভাব এবং অফিস ভাঙচুর ঘটনায় পৌর কৃষকলীগ নেতৃবৃন্দের দোষারোপ করায় জনমনে ক্ষোভের এবং সন্দেহের সৃষ্টি হয়েছে। পৌর কৃষকলীগের অফিস ভাঙচুর ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাম কে প্রশাসন কর্তৃক জিজ্ঞাসাবাদের দাবি এবং অফিস ভাঙচুরের ঘটনার সুস্থ তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি ও সালামের মিথ্যা ষড়যন্ত্রমূলক বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সভাপতি মো: রাশিদ হাসান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার (গ্রাম্য)রুহুল আমিন, মোঃ শামীম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রেজাউল মোল্লা রনি, সাংগঠনিক সম্পাদক প্রদীপচন্দ্র বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা পারভিন বর্ষাসহ পৌর কৃষক লীগ ও ৯টি ওয়ার্ড কৃষকলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version