জুলাই ১১, ২০২৩
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল স্বাক্ষরিত পত্রে অমিত কুমার ঘোষকে আহবায়ক, শ্রীদাম দেকে সদস্য নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ন আহবায় অরবিন্দ কর্মকার, অমিত দত্ত, সদস্য- প্রবীর দে ,সঞ্জীব ঘোষ, মিলন কুমার রায় ,অতনু বসু ধ্রুব সরকার, সুমন বিশ্বাস, অনিমেষ সরকার, প্রণয় সরকার ,প্রশান্ত কুমার বিশ্বাস ,অ্যাডভোকেট শুভঙ্কর রায় ,কৌশিক কর্মকার ,বাঁধন ঘোষ ,পিন্টু ঘোষ ,নন্দলাল কর্মকার, পবিত্র সরকার, অরূপ রায় উত্তম দাস, সুব্রত হালদার, তালা উপজেলা সদস্য- কিশলয় ঘোষ, বিশ্বজিৎ সাধু অপু, কলারোয়া উপজেলা সদস্য -জয় দাস ,পিন্টু পাল, আশাশুনি উপজেলা সদস্য- কমলেশ সরকার, গোপাল কুমার সরকার ,দেবহাটা উপজেলা সদস্য -সঞ্জয় সরকার প্রদীপ দাস ,কালিগঞ্জ উপজেলা সদস্য -শংকর কুমার ঘোষ, বৈদ্যনাথ পালিত ,শ্যামনগর উপজেলা সদস্য -উমেশ রায় ,তরুণ কুমার ঘরামী কে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে তিন মাসের ভিতরে সম্মেলন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। 9,013,987 total views, 11,210 views today |
|
|
|