Site icon suprovatsatkhira.com

পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সাতক্ষীরা জেলা মন্দির এর নাট মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গীতা পাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা শাখার যুগ্ম সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাস সোনা, দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস, প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, রঘুজীৎ গুহ, আনন্দ কুমার সরকার, সদস্য প্রবীর পোদ্দার উপস্থিত ছিলেন। গীতা পাঠ প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে সর্বমোট ৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রæপে প্রথম স্থান অধিকার করেন শ্রেয়ান মজুমদার দ্বিতীয় সায়নী ভট্টাচার্য তৃতীয় সৌম্য ব্যানার্জি। খ গ্রæপের প্রথম স্থান অধিকার করেন প্রসূন ব্যানার্জি দ্বিতীয় শুভজিৎ সরকার তৃতীয় অর্পিতা মন্ডল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন দিবাকর ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী প্রদ্যুৎ কুমার বিশ্বাস। ক ও খ গ্রæপের বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট বিতরণ করা হয় বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের উদ্বোধন শ্রী বিশ্বনাথ ঘোষ সকল প্রতিযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিজয়ী প্রতিযোগিতারা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক সঞ্জীব ব্যানার্জি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version