নিজস্ব প্রতিনিধি:ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে পাঠক নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহার আলী।
তিনি বলেন, পাঠক নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অতি অল্প সময়ে পত্রিকাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। সুপ্রভাত নামটি অনেক সুন্দর। পত্রিকার সম্পাদক একেএম আনিছুর রহমান আধুনিক সাতক্ষীরা গঠনে ব্যাপক ভূমিকা পালন করেছে। সুপ্রভাত সংবাদপত্র ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ট ও সত্য সংবাদ প্রচারে কখনও পিছিয়ে থাকেনি। সুপ্রভাতের এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক।
পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সদস্য ফজলুল হক, জিএম মামুন, আবুল কালাম, দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোর্শারফ হোসেন, উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, ম্যানেজার তরিকুল ইসলাম, অনলাইন ইনচার্জ ফারুক হোসেন রাজ, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।