জুন ১৪, ২০২৩
শ্যামনগরে সরকারি কেয়াতলার খালের জমি অবৈধ দখল
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় কেয়াতলার সরকারি খালের জমি দখল করে চলছে ঘর নির্মাণ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায়, একই গ্রামের মৃত রুস্তম আলী গাজীর ছেলে মোঃ আফছার গাজী (সোনা) অবৈধ ভাবে প্রবাহমান খালের জমি দখল করে ঘর নির্মাণসহ ঘর সংলগ্নে বিদ্যুতের খুঁটিতে একটি ট্রান্সফরমার সহ বিদ্যুতিক সংযোগও নিয়েছেন। সরকারি খালের জমি দখলের জন্য প্রথমে ছোট ঘর এরপর বড় দখলদারি সাথে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি লিঃ এর সাইনবোর্ড ব্যবহার করে চলছে। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় উপজেলা ব্যাপী জলাবদ্ধতা নিরশনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন ভরাট হয়ে যাওয়া খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ হাতে নেওয়া হলেও নুরনগর এলাকায় চলছে খাল দখল করে ঘর নির্মাণের কাজ। বিষয়টি নিয়ে আফছার গাজীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন সেখানে একটি সেচপাম্প বসানো হবে, তাই খাল ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে এবং এর জন্য তার নাকি উপর মহলের অনুমতি আছে। ঘর নির্মাণের অনুমতি পত্র দেখার কথা বললে তিনি দেখাতে পারেননি। এলাকার সচেতন মহল বলেছেন- একের পর এক এভাবেই খাল দখল করে ঘর নির্মাণ শুরু অব্যহত থাকলে বন্ধ না করা হলে খালের উপর বসতি গড়ে উঠবে। অবৈধভাবে খাল দখল করে যারা ঘর নির্মাণ করেছে প্রশাসনিকভাবে উচ্ছেদ করার দাবী করেছেন এলাকাবাসী। এ বিষয়ে নুরনগর ভূমিসহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। 8,562,526 total views, 1,231 views today |
|
|
|