জুন ১০, ২০২৩
রমজাননগর কালিঞ্চিতে বিক্রিত জমি পুনরায় বিক্রি করে প্রতারনার অভিযোগ
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে কালিঞ্চীতে বিক্রিত জমি পুনরায় বিক্রয় করে প্রতারনা করার অভিযোগ উঠেছে। সরজমিনে জানা যায় , শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মৃত বিষ্টু পদ গায়েনের পুত্র স¤্রাট গায়েন একই এলাকর মৃত অজিয়ার গাজীর পুত্র মহসিন গাজীর নিকট বিগত ৮ মাস পূর্বে ৬১৩ নং দলিল মুলে জমি কোবলা দেয়। তাছাড়া স¤্রাটের কাকা বিমল গায়েন, পিং- অঘোর গায়েন, সাং- কালিঞ্চি ৩৫ বছর আগে ভারতে যাওয়ার সময় তার জমি মৌখিক ভাবে স¤্রাটের কাছ বিক্রয় করে যায়। এই জমির মধ্যে ৩০ শতক খাস ও ২৪ শতক রেকর্ড বাবদ স¤্রাট ১২ লাখ টাকা নিয়ে মহসিনকে স্ট্যাপে পজেশন লিখে দেয়। কিন্তু স¤্রাটের অনুরোধে ২ শতক জমিতে আপাতত বসবস করার জন্য মহসিন স¤্রাটকে অনুমতি দেয়। এই সুযোগে স¤্রাট তার বসবসের ২ শতক জায়গা অন্যত্র আবারও বিক্রয় করে দেওয়ার জন্য পায়তারা করছে বলে মহসিন জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আজগার আলী বুলু বলেন, সম্রাট মহাসিনের নিকট বন্দোবস্ত ও রেকর্ডীয় সম্পত্তি বিক্রয় করে বিদেশ যাওয়ার জন্য টাকা গ্রহন করে তার সম্পত্তি মহাসীনের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে স¤্রাট তার বন্দোবস্তকৃত সম্পত্তি মহাসীনের নিকট বসবাসের জন্য ফেরৎ চাই। মহাসীন তার প্রস্তাবে রাজি হলে আমার মাধ্যমে স¤্রাট এক লক্ষ টাকা ফেরৎ দেন। বাকি বত্রিশ হাজার টাকা এবং সম্পত্তির উপর ঘর বাড়ী নির্মান বাবদ টাকা পরিশোধের জন্য সময় প্রার্থনা করে। কিন্তু স¤্রাট নিদিষ্ট সময়ের ভিতরে টাকা পরিশোধ করতে পারে না। পরবর্তীতে মহাসীন জানতে পারে স¤্রাট জায়গা অন্য জায়গায় বিক্রয় করার জন্য পয়তারা করছে। এ নিয়ে উভয় পক্ষের ভিতরে বেশ কয়েকদিন বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন সময়ের মধ্যে মহাসীনের পক্ষ থেকে স¤্রাটসহ বেশ কয়েক জনকে আসামী করে শ্যামনগর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। স¤্রাটের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করার জন্য প্রস্তুতি চলছে বলে আমি জানতে পেরেছি। আমিসহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছি। এ বিষয়ে স¤্রাট বলেন, আমার উপর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি মহাসীনের জায়গা না আমার জায়গার উপর বসবাস করছি। একই জমি বার বার বিক্রয়ের বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 8,563,686 total views, 2,391 views today |
|
|
|