জুন ১৫, ২০২৩
মাওলানা তাওহিদুর রহমান দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
তালা প্রতিনিধি : তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মো. তাওহিদুর রহমান জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় দেশের মধ্যে ৩জন শ্রেষ্ঠ ইমাম’র একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, মঙ্গলবার (১৩ জুন) সকালে ঢাকা’র আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে, জাতীয় ইমাম সম্মেলনে মাওলানা তাওহিদুর রহমানকে দেশের মধ্যে সেরা ইমাম নির্বাচিত হন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. বশিরুল আলম সম্মেলনে সভাপতিত্ব করেন। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ¦ মো. ফরিদুল হক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা তাওহিদুর রহমান সহ ৩জন শ্রেষ্ঠ ইমামের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র তুলেদেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ ইমাম মাওলানা তাওহিদুর রহমান তালা উপজেলার জেঠুয়া গ্রামের মরহুম নজির উদ্দীন গোলদারের পুত্র। তিনি দীর্ঘ বছর ধরে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন এলাকার ইসলামীক অনুষ্ঠানগুলোতে তিনি ধর্মীয় বক্তা হিসেবে অংশগ্রহন করে প্রচুর সুনাম অর্জন করেছেন। ইসলাম ধর্মের উপর ব্যপক জ্ঞান অর্জন করা মাওলানা তাওহিদুর রহমান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের আগে তালা উপজেলা, সাতক্ষীরা জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিন হন। আলহাজ¦ মাওলানা মো. তাওহিদুর রহমান জানান, তিনি তালা কাছেমুল উলুম মাদ্রাস হতে শিক্ষা জীবন শুরু করে ঢাকার মীরপুরে জামিউল উলুম মাদ্রাসা হতে দাওরা হাদিসের উপর ডিগ্রী অর্জন করেন। এছাড়া, সাতক্ষীরা আলীয়া মাদ্রাসা হতে তিনি কামিল পাশ করেন। ২০১৬-১৭ অর্থ বছরে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। এবছর তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে ৩জন দেশ শ্রেষ্ঠ ইমামের মধ্যে একজন হিসেবে নির্বাচিত হন। এদিকে, জাতীয় পর্যায়ে শেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মাওলানা তাওহিদুর রহমানকে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন। 8,569,986 total views, 8,691 views today |
|
|
|