জুন ১৬, ২০২৩
তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস
তালা প্রতিনিধি: তালায় তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত বাস্তবায়িত মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তির উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক শম্ভুনাথ মজুমদার এর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু কুমার দাশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুর রহমান খান, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহকারী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল হাদী প্রমুখ। মাঠ দিবসে বক্তরা উপস্থিত কৃষকদের ধানের বীজ যেন কৃষক নিজেই উৎপাদন ও ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে আলোচনা করেন। এছাড়া মাঠ দিবসে বীজ ধানের জন্য ধানের জাত নির্বাচন, চাষাবাদ, আন্তঃপরিচর্যা, রোগ বালাই দমন ব্যবস্থাপনা ও বীজ সংরক্ষণ এর উপকরণ ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। 8,569,921 total views, 8,626 views today |
|
|
|