জুন ১৪, ২০২৩
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মৌলিক প্রশিক্ষণ
সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ১ দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন পক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে মৌলিক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে মুল প্রশিক্ষক ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা এর প্রোগ্রাম অফিসার প্রবীর কুমার দাশ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ও এস ও পি ২০১৯ এর আলোকে প্রশিক্ষণ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দীপংকর কুমার সরকার দ্বীপ, মাহবুবুল হক ডাবলু, দীপংকর বাছাড় দীপু, আবু দাউদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল কালাম মোড়ল সহ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব মুহূর্তের প্রস্তুতি এবং পরবর্তী সময়ের করণীয় বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপনসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। 8,562,648 total views, 1,353 views today |
|
|
|