Site icon suprovatsatkhira.com

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ও সাতক্ষীরা সদর এবং পৌর আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের সমন্বয়ে এক যৌথ জরুরীসভা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সভাপতিত্বে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মহিলা সম্পাদক শিমুন শামস, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, সদর থানার সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর শাখার সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে, শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল হাসান বিবিসি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান জুয়েল, যুব মহিলা লীগের সহ-সভাপতি নাহিদা পারভীণ পান্না, সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর বিন যাদু, তথ্য প্রযুক্তি সম্পাদক শেখ মাহফুজুর রহমান ও পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় সকাল ৭টায় পৌর আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাকপার্কস্থ বঙ্গবন্ধুর মুর‌্যালে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি এবং নিউ মার্কেট চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হবে। ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য জেলার ৭টি উপজেলা, দুইটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য জেলার নেতৃবৃন্দ আহŸান জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version