নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় ও মানুষের কল্যাণে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে আগামী ১৯ জুন “চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্প” আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে অতিথি হিসেবে প্রস্তুতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মান্নান, ব্র্যাক খুলনার প্রোগ্রাম সহকারি মো. মাহবুবুর রহমান, ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ। ব্র্যাক জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্প গন্যমান্য ব্যক্তিদের সহিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় আগামী ১৯ জুন “চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্প” আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৯ জুন ডিবি ইউনাইটেড হাইস্কুল ও বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে অপারেশন ক্যাম্প
https://www.facebook.com/dailysuprovatsatkhira/