মোঃ রউফ, কয়রা প্রতিনিধি : গত ১ জুন থেকে কার্যকর হয়েছে সুন্দরবনের সকল ধরণের পাশ-পারমিট বন্ধ। তবে থেমে নেই অবৈধ ভাবে প্রবেশ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার। জানা গেছে, সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনের ভিতর থেকে ও শাকবাড়িয়া নদী থেকে ৬টি কাঁকড়া নৌকা ২টি মাছের নৌকা আটক করে। শাকবাড়িয়া টহল ফাঁড়ি অভিযান চালিয়ে একটি অবৈধ জালানি কাঠের নৌকা আটক করে। বন বিভাগের কিছু সংখ্যা সদস্য দের সহযোগিতা বিভিন্ন সময় সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে একদল অসাধু জেলেরা।
গত দুই দিন যাবত কয়রা উপজেলার হরিয়ারপুর, কাঠকাটা, ৬নং কয়রা, ৫নং কয়রা, ৪নং কয়রা, মঠবাড়ি এলাকা ঘুরে জানাযায় স্থানীয় কিছু প্রভাব শালী বেক্তির সহে তায় সুন্দরবনে মাছ শিকার চলছে। ঐ সব এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু জেলে বলেন আমাদের গ্রামের কিছু জেলে আছে তারা বন বিভাগের কর্মকর্তা দের ও প্রভাব শালী বেক্তির সহযোগিতায় সুন্দরবনে নিষিদ্ধ জাল ও কীটনাশক দিয়ে মাছ ধরছে। আমাদের দাবি ঐসকল জেলেদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এ বিষয় কথা হয় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যমা প্রসাদ রায় এ-র সাথে তিনি বলেন আমাদের সব কয়টা স্টেশন ও টহল ফাঁড়ি সব সময় ডিউটিতে থাকে সুন্দরবনের যেকোনো নিষিদ্ধ বিষয় সজাগ দৃষ্টি আছে।