Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ইকো হ্যাভেন ইলেক্ট্রিক বাইকের শোরুম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ‘ইকো হ্যাভেন’ ইলেক্ট্রিক বাইকের শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় শহরের পলাশপোলে মোজাহার ফিলিং স্টেশনের উত্তর পাশে আলম মার্কেটে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশবান্ধব এ বাইকের শোরুম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী তৌফিক আজাদের সভাপতিত্তে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্ত¡াধিকারী মমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ লিয়াকত আলী, অ্যাড. আশরাফুল আলম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মিনহাজ আমিনুর রহমান।

‘ইকো হ্যাভেন’ প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী তৌফিক আজাদ জানান, ‘বাংলাদেশে আমরাই প্রথম ইকো হ্যাভেন ইলেক্ট্রিক বাইক বাজারে এনেছি। বাইকটি ব্যাটারি চালিত হওয়ায় ধোয়া বা শব্দ হয়না। পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই এই পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাইকটি আমরা বাজারে এনেছি’। তিনি আরো জানান, ‘বর্তমানে মোটরসাইকেলের জ¦ালানি খরচ বেশি হওয়ায় মানুষ স্বাচ্ছন্দে বাইক চালাতে পারছেন না। আমাদের এই বাইকে মাত্র ১০টাকা খরচ করে চার্জ দিয়ে অনায়াসে ১৫০ কিলোমিটার পথ চলা যাবে। তাছাড়া স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাইকটিতে অনেক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে’। দামের বিষয়ে তিনি জানান, ‘৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন স্মার্ট ডিজাইনের বাইক আমাদের কাছে আছে। সুতরাং বর্তমান বাজারের তুলনায় পরিবেশবান্ধব এই ইলেক্ট্রিক বাইক অনেক কম মূল্যে আমরা বাজারজাত করছি। এছাড়া আমাদের নতুন শোরুম থেকে বাইক কিনলে নগদ মূল্যের উপর আমরা বিশেষ ছাড় দিচ্ছি।’ ‘ইকো হ্যাভেন’ ইলেক্ট্রিক বাইকের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ‘টা এর টং’ এর স্বত্ত¡াধিকারী মো. আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version