Site icon suprovatsatkhira.com

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। সোমবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় এ পেঁয়াজভর্তি ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান,সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ১১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও ৮/১০টি ঢুকতে পারে। প্রতি ট্রাকে ১৮ থেকে ২০ টণ পেঁয়াজ রয়েছে। দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১০০ টাকায় উঠে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version