নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নে পদ্মবেউলায় ২০০ পরিবারের মাঝে সজিনার চারাসহ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতাক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে সজিনা গ্রাম পদ্মবেউলা গ্রামের ২০০ পরিবারকে ৫টি করে সজিনার চারা, ১টি করে সাইনবোর্ড ও ৫ কেজি করে ভার্মি কম্পোষ্ট সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকরী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান। বিতরণকৃত সজিনার জাত ওডিসি। এজাতের সজিনা গাছে বারমাস সজিনা উৎপাদন হয়ে থাকে।