স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে দলুয়ার জনবহুল সড়কটি সংস্কারের অভাবে মানুষের মরণ ফাঁদ হয়ে উঠেছে । ২৪শে জুন শনিবার সকালে সরজমিন গেলে রাস্তার দৃশ্য চোখে পড়ার মত।উল্লেখ প্রায় ২ বছরের অধিক সময় ধরে সংষ্কারে জন্য প্রহর গুনছে এলাকার জনসাধারণ । খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদারের গাফিলতির কারণে সড়কটি তে এখন লাল রংঙের ধুলো বালি ছোট বড় গর্ত ছাড়া কিছুই মিলছে না। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে রাস্তায় চলাচল রত জনসাধারণ। ভুগছে শ্বাসকষ্ট সর্দি কাশি চোখ সমস্যা সহ নানা জটিল রোগে। এলাকার একাধিক ব্যক্তি বলেন দ্রæত সংস্কারসহ সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হোক। নাম প্রকাশে একাধিক ব্যক্তি বলেন তালা উপজেলার এল জিইডি প্রকৌশলী যোগদানের পর থেকে যে সকল রাস্তা তৈরি ও সংস্করণ করা হয়েছে তার কাজ ঠিক সময় মত হয়ানি। তা ছাড়া কাজের মানও ভালো না, তিনি কি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়ে কাজ করেন এমন প্রশ্ন সাধারণ জনমতের মধ্যে গুঞ্জন চলছে। খলিশখালী জাকির নামে এক ব্যক্তি বলেন রাস্তার কার্পেটিং একদিন পর থেকে রাস্তার পাথর উঠতে যাচ্ছে,। এ বিষয়ে তালা এলজিইডি প্রকৌশলীর কাছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বলা হলো ও এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। এদিকে পাটকেলঘাটা দলুয়া রাস্তার ঠিকাদার প্রতিষ্ঠান রাকা এন্টারপ্রাইজের প্রোপাইটার তপন চক্রবর্তী কে এল জি ই ডি পক্ষ থেকে তিন বার শোকেজ করলে ও কর্ণপাত করেনি ঐ ঠিকাদার বলে জানান এল জি ই ডি কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে ১ কোটি ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থায়নে সাতক্ষীরা এল জি ই ডি সড়কটি সংস্কারে কাজ পান তালার রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তী নামে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু ২০২১ সালে সড়কটি খুঁড়ে নিম্ন মানের ইটের খোয়া দিয়ে নাম মাত্র সংস্কারের কাজ শুরু করেন রাখা এন্টারপ্রাইজ । বর্তমানে টিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটিতে দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে । বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। খলিষখালী ইউনিয়নের ইউপি সদস্য উউত্তাম দে, সবুজ সরদার, তপন বাছাড়, দিলীপ সরকার, শফি মোল্লা, সহ স্থানীয় লোকজন জানান, দলুয়া থেকে পাটকেলঘাটায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলা চল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায় প্রতিনিয়ত ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া রাস্তায় প্রচন্ড ধুলোবালির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না। বিষয়টি নিয়ে ঠিকাদার সহ সড়ক বিভাগের কর্তৃপক্ষ জানালেও তারা কোন পদক্ষেপ নেইনি বলে অভিযোগ করেন তারা। রাস্তার বিষয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন বলেন, রাস্তাটির কারণে জনগনের ভোগন্তির শেষ নেই।বার বার সংক্লিষ্ট ঠিকাদার সহ এল জি ই ডি কর্মকর্তাদের বলেছি তারা এখন পর্যান্ত কোন পদক্ষেপ নেয়নি। এর আগে বিষয়টি তালা-কলরোয়ার সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ কে অবহিত করেছি। তিনি চাপ প্রয়োগ করায় কিছুদিন আগে ৮০০ মিটার কাজ করে। আবারও সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। মনে হয় তপন কাজটি শেষ করবে না। এবিষয়ে রাকা এন্টার প্রাইজের সত্তাধীকরী ঠিকাদার তপন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বললে , হঠাৎ করে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে রাস্তাটি সংষ্কার করতে একটু দেরি হচ্ছে। তালা উপজেলা এল জি ই ডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে ঠিকাদার কাজটি সম্পন্ন করতে বিলম্ব করছেন। দ্রæত রাস্তাটির সংষ্কার কাজ শুরু হবে। সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সুজায়েত হোসেন বলেন, রাস্তার কাজ বন্ধ থাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বাতিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে।