Site icon suprovatsatkhira.com

নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত

গত ১৩ ও ১৪ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে ‘‘বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে গোলাপ নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান,শেফালী বিবি, নিবার্হী পরিচালক, বনজীবি নারী উন্নয়ন সংগঠন। শুভেছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. আপনারা পুরুষের সমান কাজ করেও আপনাদের সম মজুরী থেকে বঞ্চিত করা হচ্ছে। নারী চিংড়ি শ্রমিক দলের সকল সদস্য যদি একতাবদ্ধ হন তাহলে সমঅধিকার ও সমমজুরী নিশ্চিত হবে। আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য। (প্রেস বিজ্ঞপ্তি )।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version