জুন ২০, ২০২৩
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা
দেবহাটা প্রতিনিধি: নির্ধারিত ফি দিয়ে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই বৈকালিক স্বাস্থ্যসেবা নিতে পারছেন রোগীরা। শহর বা উপশহরে ব্যক্তিগত চেম্বারে না গিয়ে হাতের কাছেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পেয়ে খুশি সকল শ্রেণিপেশার মানুষ। গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ১৮৩টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। উদ্বোধন পরবর্তী মঙ্গলবার বিকেলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগী দেখেন মেডিকেল অফিসার ডা. অমিতেশ দাশ ও ডা. রেহানা। ব্যক্তিগত চেম্বারের মতোই নির্ধারিত দুই’শ টাকা ফি দিয়ে এখন থেকে শুক্রবার ছুটির দিন ব্যতীত সপ্তাহের বাকি দিন গুলোতে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এমনকি কম খরচে হাসপাতালের প্যাথলজি ল্যাব থেকে করাতে পারবেন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাও। বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর মধ্যদিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পাশাপাশি ডাক্তারদের প্রাতিষ্ঠানিক প্রাক্টিস অভ্যাস গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার। সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের প্রচেষ্টায় প্রথম পর্যায়ে চালু হওয়া সারাদেশের ১৮৩টি সরকারি হাসপাতালের মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও এ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। 8,561,968 total views, 673 views today |
|
|
|