জুন ২৫, ২০২৩
দেবহাটায় ১২শতাধিক পরিবারকে ফলজ-বনজ বৃক্ষ প্রদান
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার এরিয়া প্রোগ্রামের আওতায় প্রায় ১৩ শত অতি দরিদ্র পরিবারকে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন কর্তৃক পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আওতায় দরিদ মায়েদের মাঝে উক্ত গাছের চারা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য রেহানা পারভীন। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান। শুভেচ্ছা বক্তব্য দেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। অনুষ্ঠানের ১২৮০জন শিশুর পরিবারকে ৬টি করে গাছের চারা প্রদান করা হয়। 8,560,251 total views, 10,857 views today |
|
|
|