দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ২০২২-২৩ অর্থ বছরে খরিফ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাত আবাদ ও উৎপাদন এবং নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসারগন সহ উপকারভোগীরা। এসময় ২০০ জনকে ৫টি করে উন্নতমানের নারিকেলের চারা প্রদান করা হয়। এর আগে গত ২২ জুন ৭০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/