Site icon suprovatsatkhira.com

দেবহাটার ভাতশালা উত্তর পাড়ায় কার্পেটিং রাস্তায় ব্যাপক অনিয়ম

মীর খায়রুল আলম : দেবহাটার ভাতশালা গ্রামের উত্তরপাড়া এলাকায় কার্পেটিং রাস্থার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তার আধারে দায় সারা কাজ করে তপলি তপলা নিয়ে কেটে পড়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের চলাচলের সুবিধার্থে উত্তর পাড়া হতে কোমপুরগামী ৫৪৫ মিটার রাস্তা কার্পেটিং করার বরাদ্ধ দেয় উপজেলা প্রকৌশলী অধিদপ্তর। আর এ কাজের বাস্তবায়ন সহযোগী হিসাবে টেন্ডার পায় তালার আকবর আলীর ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটি গত ২০ জুন গভীর রাত পর্যন্ত তড়িঘরি করে কাজ শেষ করে। এ কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় সঠিক ভাবে কার্পেটিং সম্পন্ন হয়নি। এমনকি অতি সামান্য পরিমান বিটুমিন ব্যবহার করায় সঠিক ভাবে জমাট বাধেনি। অনেক স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। তাছাড়া রাস্তায় রোলিং ব্যবহার না করায় কোথাও উঁচু আবার কোথাও নিচু হয়ে আছে। শক্ত কোন যানবহন গেলে কার্পেটিং উঠে যাওয়ার উপক্রম হয়েছে। কয়েকটি জায়গায় বড় আকারে কাপের্টিং উঠে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের সামগ্রী দিয়ে সড়কটির কাজ করেছেন। শুরু থেকেই এলাকাবাসী উন্নতমানের উপকরণ দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানালেও ঠিকাদার তা আমলে না নিয়ে নি¤œমানের সামগ্রী ব্যবহার করে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন করেছে। গতরাতে কাজ করতে করতে উত্তরপাড়া জামে মসজিদের সামনের সড়কে এসে বিভিন্ন মালামালের শেষ হয়ে যায়। এসময় ঠিকাদার ও তার লোকজন খারাপ মালামাল দিয়ে কাজ শেষ করে ওই রাতে চলে যায়। পরদিন সকালে রাস্তার বিভিন্ন স্থানে সমস্যা দেখে হতবাক হয়ে যায় এলাকাবাসী। এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আকবর আলী জানান, কাজটিতে সমস্যা হয়েছে জানতে পেরেছি। খুব বিপদে আছি যেহেতু জুন ক্লোজ। রুলার না থাকায় কোন রকম কাজ শেষ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী শোভন সরকার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজের মান খুবই খারাপ হয়েছে। ঠিকাদার পুনরায় ঠিকঠাক কাজ না করা পর্যন্ত বিল ছাড়া হবে না। ঠিকাদারী প্রতিষ্ঠানকে সে বিষয়ে কড়া নির্দেশ দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version